বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্ষমা চাইতে সুজনকে আইনি নোটিশ

আপডেট : ০৭ মার্চ ২০২১, ২১:২৭

গত ২০ ফেব্রুয়ারি কক্সবাজারে লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে তেড়ে গিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। সেই ঘটনার জের ধরে সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির পরিচালক সুজনকে অগ্রজ রকিবুলের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব রবিবার এ নোটিশ পাঠিয়েছেন। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এ আইনজীবী। তিনি বলেছেন, সংক্ষুব্ধ হয়ে জনস্বার্থে এ নোটিশ পাঠিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা রকিবুলকে আক্রমণের ঘটনায় হতবাক, বিস্মিত সবাই। প্রকাশ্যে ক্ষমা চাইতে সুজনকে সাত দিনের সময় দেয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।  
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে এখন ভারতে অবস্থান করছেন সুজন। বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল অবশ্য আইনি নোটিশ পাঠানোর বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। তার মতে, কেউ ক্ষুদ্ধ হয়ে নোটিশ পাঠাতে পারে। 

ইত্তেফাক/এসআই