শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ শিবিরে সুখবর

আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৫:৪৭

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশি ক্রিকেট দলের জন্য সুখবর। চতুর্থ দফাতেও দলের সবার করোনা রিপোর্টের ফল নেগেটিভ এসেছে। ফলে বুধবার ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হচ্ছে সফরকারি দলের। একই দিন বাংলাদেশ দল কুইন্সটাউনে রওনা হবে।

জালাল ইউনুস মঙ্গলবার ( ৯ মার্চ) গণমাধ্যমকে জানান, ‘এটা ভালো যে কোয়ারেন্টাইন শেষ হচ্ছে। আমাদের চতুর্থ টেস্টের ফলও নেগেটিভ এসেছে। আমরা খুব সতর্ক থাকায় এমনটা হয়েছে। আরও তিন সপ্তাহ এখানে থাকতে হবে। এজন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে। এখন মুক্ত হয়ে ঘোরাফেরা করা যাবে। তবে আমরা নির্দেশনা দিয়ে দেব যেন সবাই সতর্ক থাকে।’

বুধবার ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে ক্রিকেটাররা একসঙ্গে চলাফেরা করতে পারবে। করোনা বিষয়টি মাথায় রেখে তামিম-মুশফিকদের চলাফেরা হবে নিয়ন্ত্রিত। বুধবার নিউজিল্যান্ড সময় সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনে যাবে বাংলাদেশ দল। সেখানে জাতীয় দলের মূল প্রস্তুতি হবে। পাঁচদিনের ক্যাম্প হবে সেখানে।

এরপর মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ। আগামী ২০ মার্চ ডানেডিনে বসবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে মাঠে গড়াবে বাকি দুটি ম্যাচ।

২৮ মার্চ থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচটি বসবে হ্যামিল্টনে। দ্বিতীয় টি-টোয়েন্টি নেপিয়ারে বসবে ৩০ মার্চ। অকল্যান্ডে তৃতীয় ও শেষ ম্যাচটি আয়োজন হবে ১ এপ্রিল।

ইত্তেফাক/এসআই