শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্রিকেটাররা চেষ্টা করলেও সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি: হাবিবুল

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৯:৪৫

নিউজিল্যান্ডে সফর জুড়েই বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। সফরে দুই ফরম্যাটে টানা ছয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। দেশে ফিরে ব্যর্থ সফর সম্পর্কে হাবিবুল বাশার বলেছেন, কোনো বিভাগেই ভালো ক্রিকেট খেলেনি বাংলাদেশ দল। পারফরম্যান্সে হতাশ হলেও নিউজিল্যান্ডের কন্ডিশনকে কঠিন চ্যালেঞ্জ হিসেবেই উল্লেখ করেছেন তিনি। 

প্রস্তুতি ভালো হলেও ম্যাচে গিয়ে মানিয়ে নিতে পারেনি ক্রিকেটাররা। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বলেছেন, ‘কোন বিভাগেই আমরা খুব বেশি ভালো করতে পারেনি। ব্যাটিং ভালো হয়নি, বোলিংটা আশানুরূপ হয়নি যতটা আশা করেছিলাম। দ্বিতীয় ওয়ানডে ছাড়া আমরা কোনো ম্যাচই খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। ফিল্ডিংটা আমাদের জন্য খুব হতাশার ছিল।’

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আরও বলেছেন, ‘প্রস্তুতি কিন্তু আমাদের খুব খারাপ ছিল না। কোন অজুহাত দিব না। আমরা ভালো ক্রিকেট খেলিনি। এর পেছনে অন্য কোন কারণ ছিলনা।’ ক্রিকেটাররা চেষ্টা করলেও সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি।

এবার নিউজিল্যান্ডে জয়ের খাতা খোলার আশা করেছিলেন হাবিবুলও। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনটা যেকোন দেশের জন্যই চ্যালেঞ্জিং হয়। কিন্তু এবার আমাদের আশা ছিল, অন্যবারের চেয়ে ভালো দল নিয়ে গিয়েছি, পারফরম্যান্সে উন্নতি হবে। সেটা হয়নি, আমার জন্য অবশ্যই হতাশার।’

নিউজিল্যান্ডে কঠিন সিরিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন শ্রীলঙ্কা সফরে দল ভালো করবে বলে আশা প্রকাশ করেন হাবিবুল। তিনি জানিয়েছেন, ১২ এপ্রিল কলম্বোর উদ্দেশ্যে উড়াল দেয়ার আগে মুশফিকুর রহিম পূর্ণ ফিট হয়ে যাবেন। ২/১ দিনের মধ্যেই ঘোষণা করা হবে দুই টেস্টের জন্য বাংলাদেশ দল।

হাবিবুল বলেন, ‘ফিটনেস নিয়ে একটা চিন্তার বিষয় আছে। আমি যতটুক জানি মুশফিক ফিট হয়ে যাবে। আমরা ওকে পাব। আরও কয়েকটা জায়গায় চিন্তার বিষয় আছে। হাসান মাহমুদের ফিটনেস ইস্যু আছে, আমরা তার ফাইনাল রিপোর্ট আজকে বা কালকে পেয়ে যাবো। ফিটনেস ইস্যুর কারণেই আমরা দলটা এখনো দিতে পারিনি। আজ-কালকের মধ্যে সবার রিপোর্ট পেয়ে যাবো। এরপরই দল চূড়ান্ত করে ফেলবো।’

দুই টেস্টই হবে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে। সেখানে স্পোর্টিং উইকেট হবে বলেই ধারণা করছেন জাতীয় দলের এ নির্বাচক। জাতীয় ক্রিকেট লিগ দুই রাউন্ড পরই স্থগিত হয়ে গেছে। তাই টেস্ট দলে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। 

ইত্তেফাক/এসআই