শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডেনমার্ক ফিরে গেলেন জামাল

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৩:৪১

ডেনমার্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সোমবার রাতে কাতার এয়ারলাইন্স যোগে তিনি দেশ ছেড়েছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন জামাল। তাকে ছুটি দেওয়া প্রসঙ্গে ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘জামাল অনেকদিন তার পরিবারের সাথে সময় কাটাতে পারছে না। কলকাতা মোহামেডান ও জাতীয় দলের ব্যস্ত ছুটির জন্য কয়েক মাসের বেশি পরিবারের বাইরে সে। লিগ যেহেতু পিছিয়ে গেছে কয়েকদিন তাই সে অনুরোধ করলো ছুটির জন্য। আমরা তার অনুরোধ বিবেচনা করেছি।’

বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য রাষ্ট্রে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিশেষ করে ইউরোপ থেকে প্রবাসীদের বাংলাদেশে আগমন বন্ধ। সেইসঙ্গে ১৪ দিনের বিশেষ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা তো আছেই। জামাল ডেনমার্ক যাওয়ায় পুনরায় সাইফের সঙ্গে যোগ দেওয়ার সময় খানিকটা জটিলতা সৃষ্টি হতে পারে বিদ্যমান পরিস্থিতির প্রেক্ষিতে। 

তবে সাইফ স্পোর্টিং এর ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী বিষয়টি খুব জটিলভাবে ভাবছেন না, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তাকে যথাসময়ে ফিরিয়ে আনা হবে।’

ইত্তেফাক/টিআর