বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জ্যোতির সেঞ্চুরিতে নারী ক্রিকেট দলের বড় জয়

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৯:০৬

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিরুদ্ধে হোম সিরিজে ইমার্জিংয়ের মোড়কে বাংলাদেশ জাতীয় দলই খেলছে। করোনায় লম্বা বিরতি পড়ায় সবাইকে খেলার মধ্যে রাখতেই অভিজ্ঞ ক্রিকেটারদেরও দলে রাখা হয়েছে। বাংলাদেশের দলটা তুলনামূলক শক্তিশালী হওয়ায় লড়াই জমাতে পারছে না প্রোটিয়ারা। টানা দুই ম্যাচেই সফরকারীদের অনায়াসে হারিয়েছে স্বাগতিকরা। 

সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরিতে প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল। একই ভেন্যুতে বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে প্রোটিয়া নারী দল। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৯৬ রান তুলেছিল তারা। ৫৭ রানের ওপেনিং জুটিতে সফরকারীদের শুরুটা ভালোই ছিল। যদিও বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে স্কোর বড় করতে পারেনি তারা।

ওপেনার আন্দ্রে স্টেইন ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেছেন। দলের পক্ষে বস্ক ৪২, সিয়ারলে ১৯, টান্নিক্লিফ ১৫, জোন্স অপরাজিত ১৬ রান করেন। বাংলাদেশের নাহিদা আক্তার, রিতু মনি ৩টি করে, সালমা খাতুন ১টি উইকেট পান।

রান তাড়া করতে নেমে ৪৫.৩ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান তুলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ ইমার্জিং নারী দল। ৩৮ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শামীমা সুলতানা ৭, মুর্শিদা খানম ২১ রান করেন। দলীয় ৮২ রানে আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকিও আউট হন। তিনি ১৫ রান করেন। পরে চতুর্থ উইকেটে দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার জ্যোতি ও রুমানা। তারা অবিচ্ছিন্ন ১১৫ রানের জুটি গড়েন। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তারা। অধিনায়ক জ্যোতি ১৩৫ বলে ১১টি চারে অপরাজিত ১০১ রান করেন। রুমানা অপরাজিত ৪৫ রান করেন। সেঞ্চুরি করে ম্যাচ সেরাও হন জ্যোতি। তবে ম্যাচগুলো আন্তর্জাতিক নয় বলে জ্যোতির সেঞ্চুরি বড় স্বীকৃতি পায়নি।  

ইত্তেফাক/এসআই