শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাচ্ছেন শাহরিয়ার নাফীস

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০৯:০৮

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী সোমবার (১২ মার্চ) শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিন দলের সঙ্গে শ্রীলঙ্কার বিমান ধরবেন টাইগারদের সাবেক তারকা ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। তবে ক্রিকেটার নয়, বরং বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে যাচ্ছেন তিনি।

সেই উপলক্ষে আজ শনিবার (১০ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন তিনি। একইদিন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবি কর্মকর্তাসহ মোট ২৯ জন।

জানা গেছে, সাধারণ দলের সাথে বিভিন্ন সফরে গিয়ে থাকেন ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান। কিন্তু এবার তিনি যাচ্ছেন না। তাই বদলি হিসেবে শাহরিয়ার নাফীস যাচ্ছেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলের সঙ্গী হতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।

এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে যোগদান করেন শাহরিয়ার নাফীস। একইসঙ্গে আব্দুর রাজ্জাকও বোর্ডে যোগ দেন। তবে তিনি নির্বাচক হিসেবে যোগ দিয়েছেন।

প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে এবং ২৯ এপ্রিল থেকে একই মাঠে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

ইত্তেফাক/টিএ