শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বার্সাকে হারিয়ে শীর্ষে রিয়াল

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০৬:২২

এবারের লা লিগায় দুটি ক্লাসিকোই জিতলো জিনেদিন জিদানের শিষ্যরা। শনিবার রাতে মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোয় বার্সাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠলো রিয়াল।

মাদ্রিদের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হয় দুই দল।

খেলা শুরুর ১৩ মিনিটের মাথায় বার্সার জালে বল পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে নেন করিম বেনজেমা। ম্যাচের ২৮ মিনিটের মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের টনি ক্রুস। ম্যাচের ১৬ মিনিটের মাথায় সমতা আনার সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। মেসির ক্রসে উসমান দেম্বেলে লক্ষ্যে হেড নিতে পারেননি। বিরতির আগে ব্যবধান বাড়তে পারতো আরও। ৩৪ মিনিটে ভালভার্দের শট পোস্টে লেগে ফিরে আসে।

প্রথমার্ধের ছন্দহীনতা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ম্যাচের ৬০ মিনিটের মাথায় জর্দি আলবার ক্রসে রিয়ালের জালে বল পাঠিয়ে ব্যবধান কমান বার্সেলোনার অস্কার মিনগেসা। তবে হার এড়াতে পারলো না তারা। ২-১ গোলের দুর্দান্ত জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল জিনেদিন জিদানের দল।

লা লিগায় ৬৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে শিরোপাধারী রিয়াল। দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। আর তালিকার তিনে বার্সেলোনা।

ইত্তেফাক/এমআর