শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলঙ্কা সফরে টাইগারদের সবাই করোনা নেগেটিভ

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২১:২৮

করোনাকালে দ্বিতীয়বার বিদেশ সফরে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় রয়েছে টাইগাররা। গত সোমবার বিকেলে কলম্বো পৌঁছেছে মুমিনুল হকের দল। বর্তমানে রুম কোয়ারেন্টাইনে রয়েছে পুরো দল। কলম্বো গিয়েই দলের সবাই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। সেই পরীক্ষার ফলাফলও ইতিবাচক এসেছে। দলের সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছেন।

কলম্বো থেকে মঙ্গলবার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দলের সবাই ভালো আছে। প্রথমবার করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ।’

তিনদিনের রুম কোয়ারেন্টাইনে রয়েছেন সবাই। রুম থেকে বের হওয়ার সুযোগ নেই। রুমে খাবার সরবরাহ করছে হোটেল কর্তৃপক্ষ। মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা তো রুম কোয়ারেন্টাইনে আছি। রুমেই থাকতে হচ্ছে। বের হওয়ার সুযোগ নাই। খাবারও ওরা রুমে দিয়ে যাচ্ছে। আমরা মোবাইলে কথা বলছি একে অপরের সাথে এখানে।’ 
এখন দলের সবাই রুম কোয়ারেন্টাইন শেষের অপেক্ষায় আছে। তবে সেই অপেক্ষা অবশ্য দ্রুতই শেষ হচ্ছে। প্রধান নির্বাচক জানিয়েছেন, বাংলাদেশ দলের তিনদিনের রুম কোয়ারেন্টাইন আজ রাতেই শেষ হবে। তারপর কোয়ারেন্টাইনে থাকলেও ১৫-১৬ এপ্রিল দুই দিন অনুশীলনের সুযোগ পাবেন মুমিনুল-তামিমরা।

আগামী ১৭-১৮ এপ্রিল কাতুনায়েকে ভেন্যুতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। পরে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দিন অনুশীলনের পর ২১ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে মুমিনুল বাহিনী। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।  

ইত্তেফাক/এসআই