বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লঙ্কান স্পিন বিষে নীল হচ্ছে বাংলাদেশ

আপডেট : ০১ মে ২০২১, ১৩:৪৪

ভালো শুরুর পর সময়ের সঙ্গে সঙ্গে লঙ্কান স্পিনারদের বিষে নীল হচ্ছে বাংলাদেশ। মধ্যাহ্নবিরতির ঠিক আগের দুই ওভারে দুই উইকেট হারিয়ে দুরুদুরু বুকেই ড্রেসিংরুমে ফিরেছে টাইগাররা। বিরতির আগে শেষ ওভারের শেষ বলে রমেশ মেন্ডিসের ঘূর্ণি বুঝতে না পেরে স্লিপে ক্যাচ দিয়েছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। রানের খাতাই খুলতে পারেননি তিনি।

শান্ত ফেরার আগের ওভারে ব্যক্তিগত ২৫ রানে একইভাবে আউট হয়েছেন ওপেনার সাইফ হাসান, বোলার ছিলেন প্রাভিন। ৯৯ রানে দুই উইকেট হারিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ। তামিম অপরাজিত আছেন ৭০ রানে চলমান টেস্ট সিরিজে নিজের তৃতীয় ফিফটি পেয়েছেন টাইগার ওপেনার তামিম। ওয়ানডে গতিতে খেলে মাত্র ৫৭ বলে টেস্ট ক্যারিয়ারের ৩১তম অর্ধ শতকে পৌঁছেছেন তিনি।

এর আগে, টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় বলেই রমেশ মেন্ডিসকে ক্যাচে পরিণত করেন পেসার তাসকিন আহমেদ। এই উইকেট পতনের সঙ্গে সঙ্গেই দলীয় ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চার উইকেট নিয়ে টাইগারদের সফলতম বোলার তাসকিনই। লঙ্কানদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৪০ রান করেছেন থিরিমান্নে, এছাড়া সেঞ্চুরি পেয়েছেন করুণারত্নেও। এবার পাহাড়সমান রানের চ্যালেঞ্জ সামনে রেখে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

ইত্তেফাক/এসএ