শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্রিকেটারদের অনুদানের অংক বাড়িয়েছে বিসিবি

আপডেট : ০৮ মে ২০২১, ২০:১২

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের ঘরোয়া ক্রিকেটে স্থবিরতা বিরাজ করছে। সার্বিকভাবে করোনার ছোবলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশের আপামর ক্রিকেটাররা, বিশেষ করে ঢাকার বিভিন্ন ক্লাবের ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ লিগের ক্রিকেটারদের অপেক্ষা যেন ফুরাচ্ছে না। তীর্থকাক হয়ে অপেক্ষায় আছেন তারা লিগ শুরুর ঘোষণা শুনতে। আগামী ৩১ মে শুরু হবে প্রিমিয়ার লিগ। নিচের দিকের লিগগুলোর খবর নেই এখনও।

মহামারীর এই কঠিন সময়ে গত বছরের ন্যায় এবারও ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বিসিবি। এককালীন অর্থ দেয়া হচ্ছে ১৭২০ ক্রিকেটারকে। যেখানে টাকার অংকটা প্রায় ২ কোটি।  গত বছরের তুলনায় এবার অনুদানের অংকও বাড়িয়েছে বিসিবি। 

আর্থিক অনুদানের বড় অংশের কাজটা করছে ক্লাব ক্রিকেটে লিগগুলোর নিয়ন্ত্রক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। প্রায় সাড়ে ১৪’শ ক্রিকেটারকে অনুদান পাঠাচ্ছে সিসিডিএম। বাকিটা বিসিবির উইমেন্স উইংয়ের অধীনে। 

শনিবার সিসিডিএমের ইনচার্জ মহিউদ্দিন রাসেল জানিয়েছেন, তাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। চলতি সপ্তাহেই অনুদানের অর্থ পেয়ে যাবেন ক্রিকেটাররা। আজ-কালের মধ্যেই অর্থ ছাড় শুরু হবে।  

এবার অনুদানের অংক বেড়েছে তিন বিভাগে। গত বছর প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা ১০ হাজার, প্রথম বিভাগে ১০ হাজার, দ্বিতীয় বিভাগ ৮ হাজার টাকা পেয়েছিলেন। এই বছর তাদের অর্থের অংকটা বাড়ানো হয়েছে। জানা গেছে, এই বছর প্রিমিয়ার লিগে ১৫ হাজার, প্রথম বিভাগে ১২ হাজার, দ্বিতীয় বিভাগে ১০ হাজার করে টাকা পাচ্ছেন ক্রিকেটাররা। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটাররা অবশ্য গত বছরের মতো এবারও ৮ হাজার টাকা করে পাচ্ছেন।

ক্রিকেটারদের তালিকা ক্লাবগুলোই পাঠিয়েছে বিসিবির কাছে। টাকা পাঠানোর আগে সিসিডিএম পরীক্ষা করে দেখছে পুরো তালিকা। মুঠোফোন নাম্বার অনুযায়ী সবাইকে কল করে নিশ্চিত হচ্ছে সিসিডিএম। যাতে কোনো ধরনের বিচ্যুতির ঘটনা না ঘটে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গেই কাজ করছে সিসিডিএম। 

সম্প্রতি অভিযোগ উঠেছে, গত বছর অনুদানের টাকায় নয়-ছয় হয়েছে। অনেক ক্লাবের ক্রিকেটার টাকা পাননি। গতকাল সিসিডিএম থেকে জানা গেছে, গত বছর কোনো ধরনের অভিযোগ তাদের কাছে আসেনি। যে ২-১টি ঘটনার কথা উঠেছে, ওই সব ক্রিকেটার সংশ্লিষ্ট ক্লাবের তালিকাভুক্ত ক্রিকেটারই নন। 

ইত্তেফাক/এসআই