শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলঙ্কা সিরিজ

তিনের নির্ভরতা সাকিবের অভিজ্ঞতা

আপডেট : ১১ মে ২০২১, ২০:৩৭

দেশের মাটিতে সর্বশেষ হোম সিরিজে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হারিয়েছিল বাংলাদেশ। তারপর আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ফরম্যাটেই জয় নেই বাংলাদেশের। দুটি বিদেশ সফরে জয়শূন্য ছিল টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাই জয়ের স্বস্তিই বাংলাদেশের কাছে সবচেয়ে বেশি প্রার্থিত। জয়ের রথে ফেরা, ওয়ানডে সুপার লিগের অধীনে এ সিরিজে পূর্ণ পয়েন্ট অর্জনই তামিম বাহিনীর মূল টার্গেট।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, অভিজ্ঞরা সবাই দলে থাকছে, দলটাও ভারসাম্যপূর্ণ হবে। তাই জয়টাই প্রাথমিক টার্গেট। ঈদুল ফিতরের পর ঘোষণা করবে চূড়ান্ত দল। ২০ মে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন তামিমরা। সাকিব আল হাসান ব্যাটিংয়ের তিন নম্বরে ফিরবেন এ সিরিজে। 

ওয়ান ডাউনে ব্যাটিংয়ের এ গুরুত্বপূর্ণ পজিশনে পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে সাকিবের অভিজ্ঞতার উপর নির্ভর করতে চায় টিম ম্যানেজমেন্ট। নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকারদের তাই টপঅর্ডারে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। ইনজুরির কারণে পেসার হাসান মাহমুদ ছিটকে পড়লেও শরীফুল ইসলাম ওয়ানডে দলে টিকে যাচ্ছেন। নানা রকম গুঞ্জন থাকলেও ইমরুল কায়েসের চূড়ান্ত দলে থাকার সম্ভাবনা খুবই কম।

তিন ম্যাচেই জয় চায় বাংলাদেশের:

সম্প্রতি টেস্টে শ্রীলঙ্কার কাছে হেরে এসেছে বাংলাদেশ। ফরম্যাট ভিন্ন হলেও ঘরের মাঠে ওয়ানডেতে লঙ্কানদের হারাতে মুখিয়ে টাইগাররা। বিশ্বকাপ ভাবনায় শ্রীলঙ্কা তারুণ্য নির্ভর দল গড়ছে। বাংলাদেশ এখনই সে পথে যাচ্ছে না। অভিজ্ঞদের কেন্দ্র করেই দল গড়বে বাংলাদেশ। প্রধান নির্বাচক বলেছেন, ‘বিশ্বকাপ আমাদের মাথায় আছে। আমরা কাজ করছি। আপাতত সিরিজটা জেতাই বড় বিষয়, ওডিআই সুপার লিগের ম্যাচ, সব ম্যাচই জিততে হবে, হোমে যেন পয়েন্ট না হারাই।’

সাকিবই তিনে খেলবেন:

উইন্ডিজদের বিরুদ্ধে তিনে খেলানো হয়েছিল শান্তকে। সাকিবকে মিডল অর্ডারে পাঠানো হয়। কিন্তু শান্ত ব্যর্থ হয়েছেন দায়িত্ব পালনে। নিউজিল্যান্ডে সৌম্যও পারেননি দলের দাবি মেটাতে। হোম সিরিজে আবারও সাকিবকে তিনে পাঠানো হচ্ছে। মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সাকিব তিনে খেলবে। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।’ টপঅর্ডারে সাকিবের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। গত বিশ্বকাপে তিনে নেমে অসামান্য ধারাবাহিকতায় রান করেছিলেন এ বাঁহাতি। 

ইমরুলের জায়গা হবে কি?

২০১৮ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ইমরুল কায়েস। লম্বা সময় পর ওয়ানডের প্রাথমিক দলে ডাক পেয়েছেন এ বাঁহাতি ওপেনার। গুঞ্জন আছে, অধিনায়ক তামিমের পরিকল্পনায় ডাকা হয়েছে ইমরুলকে। মূল দলে রাখা হবে মিডল অর্ডারের ভাবনায়। যদিও বাস্তবতা এমন নাও হতে পারে। জানা গেছে, ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। প্রস্তুতি ম্যাচের জন্যই প্রাথমিক দলে ২৩ ক্রিকেটার রাখা হয়েছে। সূত্র জানায়, টপঅর্ডার বা মিডল অর্ডারে জায়গা নেই ইমরুলের।

হাসান নেই, শরীফুল-তাইজুল থাকছেন

পিঠের ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়ছেন হাসান মাহমুদ। জানা গেছে, মুস্তাফিজ, তাসকিন, সাইফউদ্দিনদের সঙ্গে পেস আক্রমণে শরীফুলের জায়গা প্রায় নিশ্চিত। বাঁহাতি স্পিনে সাকিবের সঙ্গী হতে পারেন তাইজুল ইসলাম। নাসুমকে টি-২০’র বিবেচনায় দেখছেন নির্বাচকরা। 

ইত্তেফাক/এসআই