শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু পরিবর্তন

আপডেট : ১৩ মে ২০২১, ২১:০১

করোনা ভাইরাসের কারণে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু পরিবর্তন করেছে উয়েফা। আগামী ২৯ মে পর্তুগালের পোর্তোয় চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে। এর আগে তুরস্কে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে দুই ইংলিশ জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার সিটি। পিএসজি হারিয়ে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদকে হারিয়ে ফাইনালে ওঠে চেলসি।

 

উয়েফা জানিয়েছে, এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গ্যালারিতে উপস্থিত থাকবেন ১২ হাজার দর্শক। দুই দলের ৬ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। 

উয়েফা চেয়েছিল ইংল্যান্ডের ওয়েম্বলিতে ফাইনাল ম্যাচ আয়োজন করতে। কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডে যাতায়াতের ব্যাপারে কড়াকড়ি আছে। দুটো ক্লাবই ইংল্যান্ডের হলেও বাইরের দর্শক ইংল্যান্ডে যেতে পারত না। ইংল্যান্ড সরকারও চায়নি দুই ক্লাব তুরস্কে গিয়ে খেলুক।

 

ইত্তেফাক/ইউবি