শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হেরেই গেলো বার্সা

আপডেট : ১৭ মে ২০২১, ০২:৩০

লা লিগার শিরোপা ভাগ্য নিজেদের হাতে ছিল না। তবে সেল্তা ভিগোকে হারিয়ে নিজেদের কাজটা অন্তত করে রাখতে চেয়েছিলো ফুটবল ক্লাব বার্সেলোনা। লিওনেল মেসির চমৎকার গোলে এগিয়েও গিয়েছিলো তারা। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখতে পারেনি কাতালান শিবির। উল্টো সান্তি মিনার জোড়া গোলে ঘরের মাঠেই হেরেছে রোনাল্ড কুমানের দল।

লা লিগায় সোমবার ২-১‌ গোলে হেরেছে বার্সেলোনা। এক রাউন্ড বাকি থাকতে আতলেতিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে পড়ায় শিরোপার আশা শেষ হয়ে গেছে দলটির।

আতলেতিকো জেতায় নিজেরা জিতলেও শিরোপা লড়াই থেকে ছিটকেই যেত বার্সেলোনা। হেরে যাওয়ায় সর্বোচ্চ তৃতীয় হতে পারে তারা।

একইদিন অন্য ম্যাচে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে ৭ বছর পর লা লিগা শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছে দিয়েগো সিমেওনের দল। আথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে লড়াইয়ে টিকে আছে রিয়াল মাদ্রিদ।

৩৭ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে তিনেই আছে বার্সেলোনা। ৮৩ পয়েন্ট নিয়ে চূড়ায় আতলেতিকো মাদ্রিদ। শিরোপাধারী রিয়ালের পয়েন্ট ৮১।

ইত্তেফাক/টিআর