বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রিটিশ এম্পায়ার মেডেল পেলেন কাশ্মিরের ফুটবল ক্লাবের কোচ

আপডেট : ১৩ জুন ২০২১, ১৩:১৭

ভারতের আই লিগের ফুটবল ক্লাব রিয়েল কাশ্মিরের কোচ ডেভিড রবার্টসন ব্রিটিশ এম্পায়ার মেডেলে (বিইএম) ভূষিত হয়েছেন। তিনি স্কটল্যান্ডের নাগরিক। যুক্তরাজ্যের রানি এলিজাবেথের জন্মদিনের অনার্স লিস্টের অংশ হিসেবে এ মেডেল পেয়েছেন রবার্টসন। শনিবার (১২ জুন) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ভারতের ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অ্যাওয়ার্ডটি ২০১৭ সালের জানুয়ারি থেকে আরকেএফসি’র প্রধান কোচ হিসাবে জনাব রবার্টসনের অসামান্য অবদানকে স্বীকৃতি দিয়েছে।

২০১৭ সালে রিয়েল কাশ্মিরের দায়িত্ব পান রবার্টসন। শ্রীনগরভিত্তিক এ ক্লাবকে ২০১৮ সালে সেকেন্ড ডিভিশন জিতিয়েছেন তিনি। এরপর ক্লাবটি আই লিগে উত্তীর্ণ হয়। ২০১৮-১৯ মৌসুমে আই লিগে তৃতীয় স্থান অধিকার করে রিয়েল কাশ্মির। পরে ২০১৯-২০ এবং ২০২০-২১ মৌসুমে যথাক্রমে চতুর্থ ও তৃতীয় স্থান পায় ক্লাবটি।

ইত্তেফাক/এসএ