বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক

আপডেট : ১৬ জুন ২০২১, ২২:১১

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এবারই প্রথম তিনি এই স্থান অর্জন করলেন। সোমবার (১৪ জুন) দুপুরে আইসিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়।

চলতি বছরের শুরু থেকেই প্রতি মাসের সেরা পারফরর্মারকে পুরস্কৃত করছে আইসিসি। সেই হিসেবে মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন সাবেক টাইগার অধিনায়ক। শ্রীলংকার বিপক্ষে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক সেঞ্চুরি ও সমান হাফসেঞ্চুরিতে ২৩৭ রান করেন তিনি। মে মাসের সেরা হওয়ার দৌঁড়ে আছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

মুশফিকুর রহিম: উইকেট রক্ষকের দায়িত্ব পালনের প্রভাব কি তাঁর ব্যাটিংয়ের ওপর  পড়ছে - BBC News বাংলা

মে মাসের সেরা ক্রিকেটারের খেতাব পাওয়ার দৌঁড়ে মুশফিকুর রহিমের সঙ্গে ছিলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলংকার তরুণ স্পিনার প্রবীণ জয়াবিক্রম।

মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে দুইবার ৫ উইকেট শিকারসহ ১৪ উইকেট তুলে নেন পাক পেসার হাসান আলী। অন্যদিকে টাইগারদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট অভিষেকেই দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেন শ্রীলংকান তরুণ স্পিনার প্রবীণ জয়বিক্রম।

ইত্তেফাক/জেডএইচডি