মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেতন বাড়ছে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের

আপডেট : ১৮ জুন ২০২১, ০৪:০২

বিসিবির ১০ম বোর্ড সভায় জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিছু ব্যাখ্যা চেয়ে চুক্তির তালিকা আবারও ক্রিকেট অপারেশন্স বিভাগে পাঠিয়েছে বিসিবি। তবে বোর্ড সভায় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন বাড়ানোর পক্ষে মত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অন্তত ১০ থেকে ২০ শতাংশ হারে বেতন বাড়বে ক্রিকেটারদের।

করোনাকালে অন্য ক্রিকেট বোর্ডগুলো বেতন কর্তনের পথে হাঁটছে। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বেতন বাড়ানোর সুখবর দিচ্ছে বিসিবি। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে এসব তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

নতুন বছরের প্রথম দিন দল ঘোষণা, অনুশীলন শুরু ৭ তারিখ

ক্রিকেটারদের বেতন সম্পর্কে বিসিবির এ পরিচালক বলেছেন, ‘এই পরিস্থিতিতে অন্য বোর্ডগুলো পারিশ্রমিক কমাচ্ছে। সেখানে আমি আমাদের মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছিলাম। উনি বলেছেন, পারিশ্রমিক ১০ থেকে ২০ শতাংশ বাড়ানো হচ্ছে। মৌখিক অনুমোদন নিয়েছি। একেক জনের ক্ষেত্রে একেক রকম। তবে ১০ থেকে ২০ শতাংশ সবারই বাড়ছে।’ বর্তমানে এ-প্লাস, এ, বি, সি ও ডি গ্রেডে বেতন পাচ্ছেন ক্রিকেটাররা।

অবশ্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা কবে চূড়ান্ত হবে, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি আকরাম খান। তিনি বলেছেন, ‘বোর্ড সভার পর নির্বাচকদের সঙ্গে বসে আমাদের কিছু জানার বিষয় ছিল, সেগুলো জেনেছি। দুই-এক দিনের মধ্যে আমরা খেলোয়াড়দের চিঠিটা পাঠিয়ে দিচ্ছি। তারা কে কোন ফরম্যাটে খেলতে আগ্রহী তা জানার সঙ্গে সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলব।’

সুপার লিগ না খেলে যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে জিম্বাবুয়ে সফরে ছুটি চেয়ে বোর্ডকে কোনো চিটি দেননি বাঁহাতি এ অলরাউন্ডার। আকরাম বলেন, ‘আমি কোনো কিছু শুনিনি। কোনো চিঠি বা কোনো কিছু আসেনি।’

জিম্বাবুয়ে সফরে টি-২০ সিরিজ থেকে ছুটি চেয়েছেন মুশফিকুর রহিম। প্রধান নির্বাচককে ফোন করে এমন ইচ্ছার কথা বলেছিলেন এ অভিজ্ঞ ক্রিকেটার। বিষয়টি নিয়ে মুশফিকের সঙ্গে আলাপ করতে চান আকরাম খান।

করোনা আক্রান্ত আকরাম খান হাসপাতালে

তিনি বলেছেন, ‘ওর (মুশফিক) সঙ্গে আলাপ-আলোচনা আছে। এখনো আসেনি। আলোচনা বলতে এটা সত্যি কি না, যদি খেলতে না চায় কী কারণ এসব আলাপ আলোচনা করে ব্যাপারটা দেখব।’

তবে মুশফিককে টি-২০ খেলতে জোর করবে না বিসিবি। আকরাম খান বলেন, ‘আগেও বলেছি এখনও বলছি—এখন যে পরিস্থিতিতে আমাদের খেলোয়াড়রা খেলছে এটা আসলে শারীরিকভাবে ও মানসিকভাবে অনেক ধকলের। সবকিছু বিবেচনা করে আমরা দেখব, জোর করে খেলানো ঠিক হবে না। আবেদন করলে অবশ্যই ইতিবাচকভাবে নেব।’

ইত্তেফাক/জেডএইচডি

এ সম্পর্কিত আরও পড়ুন