মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউরোতে জার্মানি-পর্তুগাল বারুদ লড়াই আজ

আপডেট : ১৯ জুন ২০২১, ১০:৩৫

আজ ভোরেই কোপা আমেরিকায় ছিল আর্জেন্টিনা-উরুগুয়ের ম্যাচ। ভোর ৬টার কোপা আমেরিকার এই ম্যাচ অনেকেই দেখতে পারেননি। তবে যারা ইউরোতে চোখ রাখছেন, তারা আজ রাত ১০টায় বড় ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন। ‘এফ’ গ্রুপে পর্তুগাল-জার্মানির ম্যাচ দেখা যাবে। ডেথ গ্রুপের খেলা।

প্রত্যেকটা ম্যাচ বারুদে ঠাসা। ফ্রান্স জার্মানির লড়াই যারা দেখেছেন উত্তেজনার পারদ তাদের ছুঁয়েছে। ১৫ জুন মিউনিখে অনুষ্ঠিত সেই ম্যাচে জার্মানি (০-১) আত্মঘাতি গোলে হেরেছিল ফ্রান্সের বিপক্ষে। আজ আবার সেই মিউনিখে হতে যাচ্ছে পর্তুগাল জার্মানির খেলা।

Euro 2020: Three host cities wait on UEFA's Euro 2020 verdict | Marca

জার্মানির বিরুদ্ধে পর্তুগাল এখন অনেক আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামছে। কারণ বুদাপেস্টের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল প্রথম ম্যাচে ৩-০ গোলে স্বাগতিক হাঙ্গেরিকে উড়িয়ে দিয়েছিল। রোনালদো জোড়া গোল করেছিলেন। গোল করে তিনি যেমন ভক্তদের উচ্ছ্বসিত করেছেন তেমনি মাঠের বাইরের বিষয় নিয়ে আলোচনায় এসেছেন। নিজের প্রথম খেলায় জার্মানি হেরে যাওয়ায় আজ তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ খেলা। পর্তুগালের বিপক্ষে এবারও হেরে গেলে ইউরো কাপের শেষ ষোলর টিকিট পাওয়া কঠিনই হয়ে যাবে।

ইত্তেফাক/জেডএইচডি

এ সম্পর্কিত আরও পড়ুন