মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাঙ্গেরির কাছে এবারও ধরা খেলো ফ্রান্স!

আপডেট : ১৯ জুন ২০২১, ২৩:৪৭

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের একাদশটা তারকায় ঠাসা। তাদের নামের ভারের কাছে হাঙ্গেরি নিতান্তই দুর্বল প্রতিপক্ষ। অথচ ফরাসিদের থমকে দিলো হাঙ্গেরিয়ানরা। পুসকাস অ্যারেনায় ১-১ ড্র’তে শেষ হয়েছে দুই দলের ম্যাচ। তাতে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দিদিয়ের দেশামের দলকে।

ফলে ইউরোতে হাঙ্গেরির বিপক্ষে জয়টা অধরাই থেকে গেলো ফ্রান্সের। সব মিলিয়ে পাঁচবার মুখোমুখিতে তিনবারই জয় হাঙ্গেরির, ড্র বাকি দুই ম্যাচে।

ম্যাচে আক্রমণ-বল দখল সবদিক থেকেই এগিয়ে ছিলো ফ্রান্স। পুরো ম্যাচের পরিসংখ্যান দেখুন, ৬৬ শতাংশ বল ছিল ফরাসিদের পায়ে। সব মিলিয়ে ১৪ বার শট নিয়েছেন এমবাপ্পে-বেনজেমা-গ্রিজম্যানরা। অন্যদিকে হাঙ্গেরিয়ানদের শট মাত্র ৪টি। 

তারপরও প্রথমার্ধে ফ্রান্সকে চমকে দিয়ে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে দেন আতিয়া ফিওলা। 

পিছিয়ে থেকে বিরতিতে যায় গ্রিজম্যানরা। 

দ্বিতীয়ার্ধ্বে মাঠে নেমে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। ফলটা পায় ম্যাচের ৬৬ মিনিটে। গোলকিপার হুগো লরিসের উড়িয়ে মারা বল নিয়ে মুহূর্তের মধ্যেই হাঙ্গেরির রক্ষণে ঢুকে যান কিলিয়ান এমবাপ্পে। হাঙ্গেরির ডিফেন্ডারদের কাটিয়ে বল পাঠিয়ে দেন গ্রিজম্যানের কাছে। বল জালে পাঠাতে ভুল করেননি বার্সেলোনা তারকা। স্কোরলাইন ১-১।

এরপর আক্রমণে ধার বাড়িয়েছে ফ্রান্স। মিডফিল্ডার র‌্যাবিয়টকে তুলে ফরোয়ার্ড দেম্বেলেকে নামান দেশাম। বেনজেমাকে উঠিয়ে নামান অলিভিয়ার জিরুডকে। তাতে একের পর এক আক্রমণ শানিয়ে গেছে ফরাসিরা। তবে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি। ফলে ড্র মেনেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। 

পয়েন্ট ভাগাভাগি করলেও দুই ম্যাচে ১ জয় আর ১ ড্র নিয়ে এফ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফ্রান্স। দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ হাঙ্গেরি।

ইত্তেফাক/এএএন