বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চূড়ান্ত হলো বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সূচি

আপডেট : ২২ জুন ২০২১, ২৩:৪৯

অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজের সূচি। সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের তিনটি সিরিজ খেলবে বাংলাদেশ।

আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

করোনাভাইরাসের কারণে পূর্বনির্ধারিত সিরিজটি নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে যথাসময়েই হবে সিরিজটি।

গণমাধ্যম বরাবর পাঠানো বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ে বোর্ড জানিয়েছে, সবগুলো ম্যাচই হবে রূদ্ধদ্বার স্টেডিয়ামে। অর্থাৎ কোন ম্যাচেই গ্যালারিতে দর্শক প্রবেশ করতে পারবে না।

পুরো সিরিজে কড়া বায়োবাবলে থাকতে হবে দুই দলের ক্রিকেটার, স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে। সে হিসেবেই সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে একটি ভেন্যুতে। ভেন্যুও চূড়ান্ত, হারারে স্পোর্টস গ্রাউন্ড।

টেস্ট ম্যাচের মাধ্যমে শুরু হবে সিরিজ, শেষ হবে টি-টোয়েন্টির মাধ্যমে। ৭ জুলাই একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। তার আগে ৩-৪ জুলাই ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের আগেও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

সিরিজের সূচি

১ম ও একমাত্র টেস্ট         ৭-১১ জুলাই

১ম ওয়ানডে                      ১৬ জুলাই
২য় ওয়ানডে                      ১৮ জুলাই
৩য় ওয়ানডে                      ২০ জুলাই

১ম টি-টোয়েন্টি                  ২৩ জুলাই
২য় টি-টোয়েন্টি                  ২৫ জুলাই
৩য় টি-টোয়েন্টি                  ২৭ জুলাই

ইত্তেফাক/টিএ/এএএন