শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশাল জয়ে রাউন্ড অব সিক্সটিনে স্পেন

আপডেট : ২৪ জুন ২০২১, ০১:০৯

স্লোভাকিয়াকে যেনো গোলের বন্যায় ভাসিয়ে দিলো স্পেন। ৫-০ গোলে উড়িয়ে দিয়ে রাউন্ড অব সিক্সটিনে নিজেদের জায়গা করে নিলো স্প্যানিশরা। তবে এই পাঁচ গোলের ২টিই আবার নিজেদের জালে জড়িয়েছে স্লোভাকিয়া।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোর কোনো এক নির্দিষ্ট ম্যাচে পাঁচ গোলের দেখা পেল স্পেন। আগের ২ ম্যাচেই ড্র করেছিল স্পেন। সমালোচনা হয়েছিল অনেক। শেষ ম্যাচে বড় জয় নিয়েই কোয়ালিফাই করলো তারা।  

স্লোভাকিয়াকে গোল বন্যায় ভাসিয়ে নকআউটে স্পেন

ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। ১০ মিনিটে নিজেদের বক্সের মধ্যে কোকেকে ফেলে দেন বোর্ন কুইপারস। পেনাল্টির নির্দেশ দেন রেফারি।  কিন্তু স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতার নেওয়া পেনাল্টিটি ঠেকিয়ে দেন দুবরাভকা।

গ্রুপ-ই থেকে সুইডেন ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন আর ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে স্পেন।

রাতের আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখের সুপারস্টার স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির জোড়া গোল সত্ত্বেও সুইডেনের কাছে ২-৩ গোলে হেরেছে পোল্যান্ড। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত সমতায় ছিল দুই দল। ফলে ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো পোল্যান্ডকে।  

ইত্তেফাক/এএএন/এএইচপি