শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টপ-অর্ডারে উন্নতি চান তামিম

সিরিজ জয়ের মিশন আজ

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০৩:৪৫

বিরুদ্ধ কন্ডিশনের কারণেই কিছুটা ভয়ের চাঁদর জড়িয়েছিল বাংলাদেশের ক্রিকেটারদের মনে। আবার এটাকে সতর্কতা বললেও ভুল হবে না। দুই দলের শক্তিমত্তায় আছে বিস্তর-ব্যবধান। মাঠের ক্রিকেটে গত কয়েক বছরে তা বহুবার প্রমাণ হয়েছে। টেস্টের পর প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করেছে জিম্বাবুয়ে।

জয়ের ছন্দে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। এবার মিশন, সিরিজ জয় নিশ্চিত করার। আজই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

শুরুতেই উইকেট তুলে নিলেন সাইফউদ্দিন

আজ জিতলেই ওয়ানডে ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে ২৮তম সিরিজ জিতবে টাইগাররা। দেশের বাইরে হবে ষষ্ঠ সিরিজ জয়। এমন অর্জনের হাতছানি দেওয়া ম্যাচে লিটন দাসের খেলা নিয়ে শঙ্কা নেই। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই খেলতে পারবেন গোড়ালির ইনজুরিতে ভোগা মুস্তাফিজুর রহমান।

সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ দলের গতকাল অনুশীলন ছিল না, বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। প্রথম ম্যাচে লিটনের সেঞ্চুরিতেই ১৫৫ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। কুঁচকিতে টান, বাহুতে ব্যথা থাকায় সেঞ্চুরির পর ফিল্ডিং করেননি লিটন। কিপিং করেছিলেন নুরুল হাসান সোহান।

প্রস্তুতি ম্যাচে ৫ বল করার পর মুস্তাফিজের গোড়ালিতে টান পড়েছিল। প্রথম ম্যাচে খেলা হয়নি তার। আজ খেলতে পারবেন কি না, সেটাও ঠিক হবে ফিটনেস টেস্টের পর। লিটন-মুস্তাফিজের ইনজুরি নিয়ে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল গতকাল বলেছেন, ‘লিটনের অবস্থা আমি যতটা জানি এখন আগের চেয়ে অনেক ভালো। সে হয়তো আগামীকালের (আজ) জন্য অ্যাভেইলেভল। মুস্তাফিজেরটা এখনো ফিফটি ফিফটি। এছাড়া সবাই ফিট।’

সেই জিম্বাবুয়ের বিপক্ষে আবারো লিটনের সেঞ্চুরি

আজকের ম্যাচে ব্যাটিংয়ে আরও উন্নতি চান তামিম। বিশেষ করে টপ-অর্ডারে। প্রথম ম্যাচে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ দল। সাকিব, তামিম, মিঠুনরা দলের ভরসা হতে পারেননি। লিটনের সেঞ্চুরিতে বিপদ কাটে টাইগারদের। গতকাল বাঁহাতি এ ওপেনার বলেছেন, ‘উন্নতির তো কোনো শেষ নেই। তবে কম রানে যদি তিনটা উইকেট পড়ে যাওয়া আদর্শ না। টপ-অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি, তাহলে দল হয়তো এমন অবস্থায় পড়বে না। চেষ্টা করব যে, পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে। এছাড়া আমাদের বোলিং নিয়ে আমি খুবই খুশি।’

ইত্তেফাক/এমআর