শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অলিম্পিকের প্রথম দিনেই পদক পেলো ভারত

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২০:৪৮

টোকিও অলিম্পিক শুরুর প্রথম দিনেই পদকের দেখা পেলো ভারত। নারীদের ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে চীনের কাছে হেরে রুপার পদক জিতেছেন ভারতের চানু সাইখোম মীরাবাঈ। এই বিভাগে সোনা পেয়েছেন চীনের হোউ ঝিহুই।

এদিন ভারতের প্রথম নারী অ্যাথলেট হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ের সুযোগ পেয়েছিলেন চানু সাইখোম মীরাবাঈ। কিন্তু সেটা আর পারলেন না। এর আগে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে ব্যক্তিগত ইভেন্টে শুটিংয়ে স্বর্ণপদক জিতেছিলেন অভিনব বিন্দ্রা। সেটিই দেশটির ব্যক্তিগত ইভেন্টে প্রথম এবং শেষ সোনা।

No description available.

২০১৭ সালে ৪৮ কেজি ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন চানু মীরাবাঈ। তিনি শেষ পর্যন্ত সব মিলিয়ে হোউ ঝিহুইয়ের (২১০ কেজি) সঙ্গে ৮ কেজি ব্যবধানে পিছিয়ে পড়েন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ইন্দোনেশিয়ার উইন্ডি কান্তিকা আইশা।

এদিকে, চানু সাইখোম মীরাবাঈকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইত্তেফাক/টিএ