মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রথম দিনই ‘সর্বকনিষ্ঠ’ ও ‘বয়োজ্যেষ্ঠ’ অ্যাথলেটের বিদায়

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২১:২৫

চলমান ‘টোকিও অলিম্পিক-২০২০’ তে সবচেয়ে কম বয়সী অ্যাথলেট হিসেবে অংশ নিয়েছেন সিরিয়ার ১২ বছর বয়সী টেবিল টেনিস তারকা হেন্দ জাজা এবং সবচেয়ে বেশি বয়সী ৬৬ বছরের অস্ট্রেলিয়ান ড্রেসেজ রাইডার ম্যারি হান্না। আজ শনিবার (২৪ জুলাই) টুর্নামেন্টের প্রথমদিনই দু'জনে বাদ পড়েছেন।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে উঠে এসেছেন হেন্দ জাজা। মাত্র ১২ বছর বয়সেই নাম লেখান অলিম্পিকে। তবে কোনো রুপকথার গল্প লিখতে পারেননি। কিন্তু যেটা করেছেন সেটাই বা কম কিসের। খেলেছেন ৩৯ বছর বয়সী অস্ট্রিয়ার লিউ জিয়ার বিপক্ষে।

এদিন, প্রথম রাউন্ডে সরাসরি ১১-৪, ১১-৯, ১১-৩, ১১-৫ গেমে হেরে গেছেন সিরিয়ান কন্যা। ম্যাচ হারলেও জিতে নিয়েছেন বিশ্বের কোটি ভক্তের হৃদয়।

No description available.

অন্যদিকে, ৬৬ বছর বয়সে নিজের ষষ্ঠ অলিম্পিকে অংশ নিতে এসেছেন টোকিও অলিম্পিকের বয়োজ্যেষ্ঠ অ্যাথলেট ম্যারি হান্না। কিন্তু ৬৭.৯৮১ শতাংশ পয়েন্ট পেয়ে নিজের গ্রুপে নয়জনের মধ্যে ষষ্ঠ হয়ে বিদায় নিয়েছেন তিনি।

তবে এখনই হাল ছাড়তে রাজি নন তিনি। জানিয়েছেন, আগামী ২০২৪ প্যারিস অলিম্পিকেও খেলতে চান।

ইত্তেফাক/টিএ