শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৭:৪৪

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। এ নিয়ে টানা তিন ম্যাচে টস হারলো বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। হারারে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আনা হয়েছে। স্পিন অলরাউন্ডার মেহেদি হাসানের জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে দুই উইকেটে হারায় সফরকারীরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ২৩ রানে হেরে যায় টাইগাররা। তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায় রয়েছে। ফলে আজকের ম্যাচ যারা জিতবে তাদের হাতে উঠবে টি-টোয়েন্টি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে অঘোষিত ফাইনাল রবিবার

বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তবে স্বাগতিকদের কোনো পরিবর্তন নেই।

 

ইত্তেফাক/ইউবি