বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রেকর্ড করেও অলিম্পিক থেকে বিদায় বাংলাদেশের আরিফুলের

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৭:৫০

টোকিও অলিম্পিকের ৫০ মিটার ফ্রিস্টাইল হিটে আট প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম। নিজের পুরোনো রেকর্ড ভেঙে ক্যারিয়ার সেরা টাইমিং এই অ্যাথলেট সময় নিয়েছেন ২৪.৮১ সেকেন্ড। তবে তাতেও পরের রাউন্ডে উঠা হয়নি তার। অলিম্পিক থেকে বাদ পড়েছেন দেশের হয়ে প্রতিনিধত্ব করতে যাওয়া এই সাঁতারু।

এর আগে আরিফুলের সেরা টাইমিং ছিল ২৪.৯২ সেকেন্ড। যা ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ার গুয়ায়জুতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এ টাইমিং করেছিলেন তিনি। এবার নিজের আগের ভেঙে দিলেন টোকিও অলিম্পিকে এসে।

টোকিওর অ্যাকুয়েটিক সেন্টারে ৪ নম্বর হিটে ৩ নম্বর লেনে সাঁতরেছেন আরিফুল। চার নম্বর হিটে আরিফুলের প্রতিদ্বন্দ্বীরা ছিলেন আফ্রিকার সাঁতারু। যেখানে ২৪.৭১ সেকেন্ডে প্রথম হয়েছেন শেন ক্যাডোগান।

এ ইভেন্টের হিট থেকে পরের পর্বে যাবেন ১৬ জন সাঁতারু। আরিফুল তাদের মধ্যে নেই। সব মিলিয়ে ৭৩ সাঁতারুর মধ্যে ৫১তম হয়েছেন আরিফুল।

ইত্তেফাক/এনএ