বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অ্যাথলেটিকসের প্রথম স্বর্ণ বারেগার

আপডেট : ৩১ জুলাই ২০২১, ০৬:২১

টোকিও অলিম্পিকে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে আর্কষণীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের লড়াই। অ্যাথলেটিকসের প্রথম স্বর্ণ জিতেছেন ইথিওপিয়ার সেলেমন বারেগা। ১০ হাজার মিটারের সোনা জিতলেন তিনি। ইভেন্টের ফেবারিট, বিশ্ব চ্যাম্পিয়ন উগান্ডার জশুয়া চেপেতেগেইকে হারিয়ে সেরা হন বারেগা। ০.৪১ সেকেন্ডের ব্যবধানে শেষ ধাপে এসে সবাইকে তাক লাগিয়ে এগিয়ে যান এবং স্বর্ণ জয় নিশ্চিত করেন ইথিওপিয়ার ২১ বছর বয়সী অ্যাথলেট।

২৭ মিনিট ৪৩ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়েছেন বারেগা। ১৯৯২ সালের পর এ ইভেন্টে এটিই ধীরগতির টাইমিং। তবে শেষ ধাপে বারেগা ছিলেন গতিময়। এ সময় তার টাইমিং ছিল অলিম্পিকের ১০ হাজার মিটারের ইতিহাসে সেরা। ২৭ মিনিট ৪৩ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে চেপেতেগেই রুপা জিতেছেন। তারই স্বদেশি জ্যাকব কিপলিমো ২৭ মিনিট ৪৩ দশমিক ৬৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ পদক পান।

অলিম্পিকে ১০ হাজার মিটারে মো. ফারাহ যুগ শেষ হয়েছে। নতুন রাজা হলেন বারেগা। এ ইভেন্টে শেষ বার ইথিওপিয়ার হয়ে সোনা জিতেছিলেন কেনেনিসা বেকলে, ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে পরপর দুই বার সেরা হয়েছিলেন তিনি। তারও আগে ১৯৯৬ ও ২০০০ সালে ইথিওপিয়াকে স্বর্ণ এনে দিয়েছিলেন কিংবদন্তি হেইল জেব্রেসেলাসি। এ ইভেন্টে ১৯৮০ সালে স্বর্ণপদক জিতেছিল দেশটি।

অনেকটা খালি স্টেডিয়ামেই বারেগা জিতেছেন সোনা। তার পরও ইথিওপিয়ার অ্যাথলেটরা, কর্মকর্তারা করতালিতে বারেগাকে উত্সাহ জুগিয়েছেন, সমর্থন করেছেন। জয়ের পর এ অ্যাথলেট বলেছেন, ‘আমার দেশের অতীতের অ্যাথলেটদের মতো ভবিষ্যতেও আমি ইতিহাস গড়তে চাই। আমি আশাবাদী এই অলিম্পিকে আরো অনেক কিছু অর্জন করব।’

এদিকে স্বর্ণ হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন উগান্ডার চেপেতেগেই বলেছেন, ‘আমার অনুভূতি এখন দুই রকম। প্রথমত, আমি খুব খুশি যে আমি অলিম্পিকে রৌপ্য পদক জিতেছি আজ (গতকাল)। কিন্তু আরেক দিক থেকে আমি এ ফলাফলে সন্তুষ্ট নই, কারণ আমি এখানে এসেছিলাম স্বর্ণ জয়ের প্রত্যাশা নিয়ে।’

তবে ২০২১ সালটা নিজের জন্য কঠিন বছর কেটেছে বলে স্বীকার করেছেন চেপেতেগেই। তিনি বলেছেন, ‘এই বছর আমার জন্য খুব কঠিন ছিল দৌড়ের ক্ষেত্রে। এই সেই বছর যেখানে আমি পুরো ফোকাস, বিশ্বাস হারিয়েছি। অনেক চাপ ছিল এবং যেটা আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি।’

ইত্তেফাক/টিএ