শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাহমুদউল্লাহর চোখে বড় সুযোগ

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১১:১৮

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনটা আগের মতো ভীতি ছড়াচ্ছে না। কারণ স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলদের মতো প্রতিষ্ঠিত নামগুলো যে অস্ট্রেলিয়া দলে অনুপস্থিত। তাদের ছাড়া অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন কঙ্কালসার না হলেও খুব শক্তিশালী নয় এবং কন্ডিশনের বিচারে কিছুটা অনভিজ্ঞতাও রয়েছে।

ব্যাটিংয়ে শক্তি হারানোর ধাক্কা আছে বাংলাদেশ দলেও। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ। ঘরের মাঠে খেলা বলে বাড়তি একটা মনোবল রয়েছে টাইগার শিবিরে। আগের চার বারের সাক্ষাতে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতিও তাড়াচ্ছে না বাংলাদেশকে। বরং আঙিনায় অস্ট্রেলিয়াকে পেয়ে উজ্জীবিত মাহমুদউল্লাহ রিয়াদের দল।

অস্ট্রেলিয়াকে হারানোর মোক্ষম সুযোগ দেখছেন ডমিঙ্গো

পাঁচ ম্যাচের টি-২০ সিরিজটাকে বড় সুযোগ হিসেবেই দেখছেন বাংলাদেশের অধিনায়ক। নিজেদের স্কিল প্রয়োগের মাধ্যমে সেরা ক্রিকেট খেলতে চায় স্বাগতিকরা। মাহমুদউল্লাহর বিশ্বাস, ক্রিকেটের খুদে সংস্করণে র‍্যাংকিংয়ের পার্থক্য, ছোট-বড় দলের ব্যবধান ঘুচানো সম্ভব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া এখন বাংলাদেশ।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

গতকাল বিকাল থেকে সন্ধ্যা অব্দি মিরপুরে অনুশীলন করেছে স্বাগতিকরা। অনুশীলনের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেছেন মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়াকে হারানোর এটিই সেরা সুযোগ কিনা জানতে চাইলে অধিনায়ক বলেছেন, ‘সেরা সুযোগ কিনা, সেটা বলা এই মুহূর্তে কঠিন। তারা টি-২০ তে ভালো দল, ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা আমাদের স্কিল কতটা ম্যাচে প্রয়োগ করতে পারি। পরিস্থিতি অনুসারে কতটা প্রয়োগ করতে পারছি সেটার ওপর অনেক কিছু নির্ভর করে।’

শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, বড় কিছুর লক্ষ্য

বর্তমান দলটা যেমনই হোক র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। নির্দিষ্ট দিনে ভালো খেললে যে কোনো দলকে হারানো সম্ভব মনে করেন মাহমুদউল্লাহ। গতকাল তিনি বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টি-২০ ফরম্যাটটাই এমন, আপনি যত ওপরের র‍্যাংকিংয়ের দলই হোক না কেন নির্দিষ্ট দিনে যদি ভালো খেলতে পারেন তাহলে যে কোনো দলকেই হারাতে পারবেন।’

জিম্বাবুয়েতে সম্প্রতি ২-১ এ সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। সেই জয়ও আত্মবিশ্বাস জোগাচ্ছে টাইগারদের। মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে। আমরা জিম্বাবুয়েতে আলহামদুলিল্লাহ ভালো খেলেছি এবং আমাদের আত্মবিশ্বাসও আছে।’

অস্ট্রেলিয়াকে হারানোর মোক্ষম সুযোগ দেখছেন ডমিঙ্গো

তামিম-মুশফিকরা না থাকায় তরুণদের সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমাদের দলের জন্যও বড় সুযোগ, দলের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় সুযোগ আমাদের দক্ষতা দেখানোর জন্য। আমি বিশ্বাস করি আমরা ঘরের মাটিতে শক্তিশালী একটি দল। চেষ্টা করব যেন নিজেদের প্রমাণ করতে পারি।’

ব্যাটিং অর্ডারে মাহমুদউল্লাহকে দেখা যাবে মিডল অর্ডারে। ছয়-সাত-আট নম্বরে নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম পাটোয়ারীদের ওপরই আস্থা রাখছেন অধিনায়ক। গতকাল তিনি বলেন, ‘সোহান, আফিফ, শামীমদের ম্যাচ শেষ করার সামর্থ্য আছে। ওরা ভালো ছন্দে আছে। আমি তাদের ওপর পূর্ণ আস্থা রাখছি। ইনশাআল্লাহ এই সিরিজেও তারা তাদের প্রতিভা ও সামর্থ্যের প্রতি সুবিচার করতে পারবে।’

ইত্তেফাক/জেডএইচডি