শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রমিজ রাজা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:০১

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারভাষ্যকার রমিজ রাজা। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ৩৬তম মেয়াদে ৩০তম চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করবেন তিনি।

টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে হেড কোচ মিসবা উল হক, বোলিং কোচ ওয়াকার ইউনিস আচমকা পদত্যাগ করেছেন। অধিনায়ক বাবর আজমও বিশ্বকাপের দলগঠন নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ। তিন বছরের জন্য তিনি পিসিবি-র দায়িত্ব সামলাবেন। 

Former cricketers criticise Pakistan for their dismal Test series in  Australia

গত ২৭ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের পছন্দ মোতাবেক সরাসরি মনোনয়ন পেয়েছিলেন রমিজ রাজা। আজ গভর্নিং কমিটির সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই নির্বাচিত হয়েছেন তিনি। আর কেউই এ পদের জন্য মনোনয়ন জমা দেননি।

দেশের ক্রিকেটারদের বড় সমালোচক রামিজ রাজা বোর্ড সভাপতি হওয়ায় অবাক অনেকেই। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পছন্দের পাত্র হওয়ায় রামিজ পাক ক্রিকেটের সর্বোচ্চ পদে বসলেন বলে মনে করা হচ্ছে। এতদিন এই পদে ছিলেন এহসান মানি।

ইত্তেফাক/এফএস