শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রধান কোচ জেমি ডে’কে সরিয়ে দিলো বাফুফে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৮

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে জেমি ডে’কে সরিয়ে দেওয়া হয়েছে। আগামী দুই মাস অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।

আজ শুক্রবার দুপুরে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী অক্টোবরে মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ফলে সেখানে থাকছেন না ইংলিশ কোচ জেমি ডে।

২০১৮ সালে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান জেমি। তার অধীনে এখন পর্যন্ত ২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু তার কাজে আর সন্তুষ্ট হতে পারছে না বাফুফে। তাই চুক্তির মেয়াদ আরও একবছর বাকি থাকলেও তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

No description available.

অন্যদিকে, ব্রুজোনের অধীনে বসুন্ধরা কিংস পরপর দুই মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছে। অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ এবং নভেম্বরে শ্রীলঙ্কায় একটি চারদেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। এই দুটি টুর্নামেন্টে জাতীয় দলকে কোচিং করাবেন স্প্যানিশ কোচ।

ইত্তেফাক/টিএ