শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেসির বেতনের তথ্যটি ভুয়া: পিএসজি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৫

প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) মেসির বেতনের অঙ্ক প্রকাশ করেছিল ফরাসি সংবাদমাধ্যম লে কিপ। এক দিনের ভেতরই সেই তথ্যটিকে ভুয়া বলে দাবি করছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।

তিনি বলেন, ‘আমরা এসব মেনে নিতে পারি না। অগ্রহণযোগ্য! আমি আপনাদের বলতে চাই এটা পুরোপুরি ভুয়া তথ্য। আমাদের জন্য তা অসম্মানজনক এবং লে কিপের এমন আচরণ পছন্দ হয়নি। তাদের সময়জ্ঞানটা বুঝতে পারছি না। সময় ও অঙ্কের এই তথ্য সত্য থেকে অনেক দূরে।’

Lionel Mesi - Alo.rs

লে কিপের পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি করেন মেসি। প্রথম দুই বছরে ৬ কোটি ইউরোর পর শেষ বছরে ৪ কোটি ইউরো পাবেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। তবে লিওনার্দো জানান, মেসির সঙ্গে পিএসজি চুক্তি শুধু দুই বছর। চুক্তি বৃদ্ধি করার পরিকল্পনা এখন নেই।

ইত্তেফাক/এমআর