বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কিউইরা সিরিজ বাতিল করায় পিসিবির ক্ষতি ১৩ কোটি টাকা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৮

বিশ্বের বড় দলগুলো যখন পাকিস্তানে ক্রিকেট খেলতে আগ্রহ দেখাচ্ছে, ঠিক তখনই দেশটিতে গিয়েও সিরিজ বাতিল করে ফিরে গেছে নিউজিল্যান্ড। নিরাপত্তা হুমকির কারণেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি। এমন অবস্থায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সবমিলিয়ে আর্থিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা বা দেড় মিলিয়ন ডলার। এর বাইরে ক্রিকেট ভেন্যু হিসেবে আবারও বিশ্বাসযোগ্যতা হারানোর শঙ্কায় পাকিস্তান। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরও এখন শঙ্কায় পড়েছে।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজ বাতিল আমাদের মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতির মুখে ফেলেছে। ভেন্যু হিসেবে বিশ্বাসযোগ্যতার দিক থেকেও ক্ষতিগ্রস্ত হলো।’

‘এটা ভয়ংকর দৃষ্টান্ত স্থাপন করেছে। বিষয়টি আমাদের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে, যোগ করেন তিনি।’

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ ছিল। পরবর্তীতে আইসিসি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর দেশটিতে সফর করেছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এছাড়া পিএসএলের সৌজন্যে অন্যান্য দেশের আন্তর্জাতিক তারকারাও পাকিস্তানে খেলে গেছেন এবং তারা সবাই নিরাপত্তা নিয়ে নিজের সন্তুষ্টির কথাও প্রকাশ করেন।

সেই প্রেক্ষিতে দীর্ঘ ‌১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিন্তু রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগেই নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে সিরিজ বাতিলের ঘোষণা দেয় কিউইরা।

ইত্তেফাক/টিএ