শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টাইগারদের সাহস দিতে দুবাই যাচ্ছেন পাপন

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৮:৫৬

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দিতে বুধবার (১৩ অক্টোবর) দেশ ছাড়বেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঢাকা থেকে দুবাই যাবেন তিনি। এসিসির সভা শেষে দুবাই থেকে ওমানে যাবেন বিসিবি সভাপতি। সেখানে আইসিসি টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের ম্যাচ দেখবেন পাপন।

ওমানে মাহমুদউল্লাহ-মুশফিকদের ম্যাচ দেখতে উড়াল দেবেন কয়েকজন বিসিবি পরিচালক। জানা গেছে, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আকরাম খানও ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। তবে প্রথম রাউন্ড শেষে বাংলাদেশ সুপার-১২ পর্বে উন্নীত হলে দুবাই যেতে পারেন কয়েকজন বিসিবি পরিচালক। আগামী ১৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের সপ্তম আসর। এদিন ওমানে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের লড়াই।   

গত সপ্তাহেই নির্বাচনের মাধ্যমে বিসিবির নতুন পরিচালনা পরিষদ গঠন হয়েছে। নতুন বোর্ডে পরিচালকদের বিভাগ বণ্টন এখনও হয়নি। টি-২০ বিশ্বকাপের পরই বিভিন্ন বিভাগের দায়িত্ব পাবেন পরিচালকরা।   

ইত্তেফাক/এসআই