শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হতাশ বাফুফের সভাপতি সালাহউদ্দিন

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০১:২৫

নেপালের বিপক্ষে ম্যাচটা শুরু হওয়ার আগেই টেনশনে ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। বারিধারায় বাসায় বসে খেলা দেখার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন সাফের সভাপতি। ফোন করা হয়েছিল। তখনই বলেছিলেন তিনি টেনশনে আছেন। খেলার পর কথা বলবেন।

নেপাল বাংলাদেশ ম্যাচটা ১-১ গোলে ড্র হওয়ার ঘণ্টাখানেক বাদে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেছেন ঠিকই, কিন্তু কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যান্য সময় বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে একটু-আধটু কথা বলতেন। কিন্তু বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ যে খেলাটা খেলেছে তা নিয়ে যে দর্শকদের হতাশা নেই সেটি সহজেই অনুমেয়।

উজবেকিস্তানের রেফারি আর আখরল কী করেছেন। সালাহউদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল খেলা কেমন দেখলেন? উনি বললেন, ‘আমি এখন কোনো কমেন্টস করবো না। দ্বিতীয় প্রশ্ন ছিল, রেফারিং কেমন দেখলেন? এবারও সেই একই জবাব, আমি কোনো কমেন্টস করবো না।’

ইত্তেফাক/টিএ