শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ম্যাচ জিতে যা বললেন মাহমুদুল্লাহ

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০৯:৩৩

ওমানকে ২৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। তবে এই জয় সহজে আসেনি, টাইগারদের কঠিন পরীক্ষা নিয়েছে ওমান। ম্যাচ জিতেও মাহমুদুল্লাহর কণ্ঠে তাই ঝরলো আরও উন্নতি করার আশাবাদ।

তিনি বলেন, আমরা জয় পেয়েছি। কিন্তু আমি মনে করি আমাদের উন্নতি করতে হবে এমন অনেক ক্ষেত্র আছে। আশা করি সবাই খুশি। যে দর্শকরা এসেছিল তাদের ধন্যবাদ, তারা আমাদের জয়ের প্রত্যাশা করে। তাদের জন্য একটি বিজয় প্রদান করা, দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

মাহমুদুল্লাহ বলেন, সাকিব এবং নাইম দুর্দান্ত ব্যাটিং করেছে, তাদের ভালো পার্টনারশিপ ছিল। কিন্তু আমাদের উচিত ছিল নতুন বল দিয়ে আরও ভালো করা, অনেকগুলো ওয়াইড বল করেছি আমরা। আমাদের সেই বিষয়গুলো দেখতে হবে এবং সেগুলি সংশোধন করতে হবে। আমাদের ডেথ বোলিং ভালোই চলছিল। মাঝের অংশে আমরা খেলা ফিরিয়ে এনেছি। কিন্তু প্রথম ছয় ওভারের ব্যাটিং এবং বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে।

ইত্তেফাক/এসএ