শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিয়মরক্ষার ম্যাচে ডাচদের উড়িয়ে দিলো শ্রীলঙ্কা

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২২:৩১

আগেই সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার। অন্যদিকে, সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস (ডাচ)। ফলে শুক্রবার (২২ অক্টোবর) উভয় দলের শেষ ম্যাচটি নিয়মরক্ষায় পরিণত হয়। তবুও এই ম্যাচে ডাচদের ১৩ ওভার হাতে রেখেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লঙ্কানরা।

প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।

ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারে ৪৪ রানেই অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেছেন লাহিরু কুমারা ও হাসারাঙ্গা। এছাড়া থিকসানা ২টি ও চামিরা নেন একটি উইকেট।

জবাবে ৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৩৩ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন লঙ্কান অধিনায়ক কুশাল পেরেরা। ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন লাহিরু কুমারা।

ইত্তেফাক/টিএ