শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শারজাহ যেন এক টুকরো বাংলাদেশ

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৮:০৫

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। টাইগার ব্যাটসম্যানরা যখনই চার-ছয় মেরেছেন তখনই নেচে গেয়ে উল্লাস করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  

শুধু কি তাই, কেউ কেউ স্টেডিয়ামের পাশে রাস্তায় নেচে-গেয়ে প্রিয় বাংলাদেশকে সমর্থন জানিয়েছে। গ্যালারিতেও বাংলাদেশি দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেখে মনে হচ্ছিল যেন এক টুকরো বাংলাদেশ। 

No description available.

জীবিকার প্রয়োজনে অনেক বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন কাটান। তারা বলতে গেলে সেভাবে বিনোদনের সুযোগ পান না। বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার পর আশায় বুক বেধেছিল প্রবাসীরা। এদিন তারা প্রিয় দলকে সমর্থন জানাতে হাজির হন শারজাহ স্টেডিয়ামে।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭১ রান করেছেন বাংলাদেশ। এর মধ্যে নাইম শেখ ৬২, লিটন দাস ১৬, আফিফ হোসেন ৭, সাকিব আল হাসান ১০, মুশফিকুর রহিম ৫৭ ও মাহমুদুল্লাহ রিয়াদ রান ১০ করেছেন।

 

ইত্তেফাক/ইউবি