শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শামি'কে পাকিস্তানি এজেন্ট বলছেন ভারতীয় সমর্থকরা!

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৯:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভূপাতিত হওয়াটা যেন মানতে পারছেন না কিছু ভারতীয় সমর্থক। সমালোচনা তো বটেই, নেট দুনিয়ায় গালিগালাজেও সীমা ছাড়িয়ে যাচ্ছেন তারা। যার বেশিরভাগ তিরই মোহাম্মদ শামির দিকে। ডানহাতি এই পেসারকে পাকিস্তানি এজেন্ট বলছেন কেউ কেউ। আবার কেউ বলছেন, পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে বাজে বোলিং করেছেন তিনি। তাই ১০ উইকেটে হেরেছে বিরাট কোহলিরা।

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে একমাত্র মুসলিম ক্রিকেটার শামি। ৩.৫ ওভার বোলিং করে রান দিয়েছেন ৪৩। খরুচে বোলিংয়ে উইকেটও মেলেনি। শুধু শামি কেন কোনো বোলারই ভারতকে উইকেট এনে দিতে পারেননি। তারপরও সামাজিক যোগাযোগমাধ্যমে কেবল ধর্ম পরিচয়ের কারণে বিস্ফোরক আক্রমণের শিকার হতে হচ্ছে শামিকে।

No description available.

এই দুঃসময়ে  ডানহাতি পেসারের পাশে দাড়িয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। টুইটারে তিনি লেখেন, ‘শামিকে যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ করা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শামি চ্যাম্পিয়ন বোলার। ও কিংবা ওর মতো যেই ভারতের জার্সি পরে মাঠে নামে, সে কিন্তু দেশের প্রতি দায়বদ্ধতাই দেখায়। আর সেটা অনলাইনে মন্তব্য করা যে কোনো লোকের থেকে অনেক বেশি মাত্রায়। এই ঘটনায় আমি শাামির পাশেই দাঁড়াচ্ছি। পরের ম্যাচেই তোমার ঝলক দেখিয়ে দাও।’

শামির পাশে দাঁড়িয়ে কথা বলেছেন ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। তিনি বলেছেন, 'যে লোক শামিকে নিয়ে বাজে মন্তব্য করছে, তার প্রতি আমার একটি অনুরোধ। আপনি ক্রিকেট দেখবেন না এবং আপনার অভাব কেউ বোধ করবে না।'

ইত্তেফাক/টিএ