শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টস জিতে এক পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৬:৪১

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

আজ (২৭ অক্টোবর) একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। চোটে পড়ায় ছিটকে গেছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। তার জায়গায় বিশ্বকাপ একাদশে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, ইয়ন মরগান (অধিনায়ক), জনি বেয়ারেস্টো, লিয়াম লিভিংক্সটোন, মঈন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও মিলস। 

ইত্তেফাক/টিএ