বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশকে হারানো সহজ নয়!

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ২০:৪৮

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সাক্ষাতেই বাংলাদেশকে হারালো ইংল্যান্ড। বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইংলিশরা। বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছে ইয়ন মরগানের দল।

আগে বোলিং করে বাংলাদেশকে ১২৪ রানে আটকে রাখেন ইংলিশ বোলাররা। পরে জেসন রয়ের হাফ সেঞ্চুরিতে ২ উইকেটে ১২৬ রান তুলে ইংল্যান্ড। তাও ৩৫ বল হাতে রেখে।

ম্যাচে বাংলাদেশ যেন পাত্তাই পায়নি। ৩৮ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬১ রান করা জেসন রয় অবশ্য এমন বড় জয়ের পরও টাইগারদের ভালোই সম্মান দিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বাংলাদেশকে হারানো সহজ নয়।

Image

সংবাদ সম্মেলনে বাংলাদেশকে হারানো সহজ কিনা জানতে চাইলে জেসন রয় বলেছেন, ‘(হাসি) না, তাদেরকে হারানো সহজ নয়। তাদের দলে দারুণ সব ক্রিকেটার আছে। আমরা আসলে নিজেদের কাজটাই করেছি। অন্য দলকে আমরা দেখি না। ঠিকভাবে নিজেদের কাজটা করি। আমাদের বোলাররা ভালো বোলিং করে ওদের কম রানে আটকে রেখেছে। পরে ব্যাটিংটাও ভালো হয়েছে।’

ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশের বিপক্ষে জয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এর শীর্ষে আছে তারা।

ইত্তেফাক/টিএ