শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ড্র করেও লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৫:৩৬

পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। তবুও গোল পার্থক্যের কারণে লা লিগার লিগ টেবিলে শীর্ষে উঠে এলো স্প্যানিশ জয়ান্টরা।

বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে ওসাসুনার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। পুরো সময়ে গোল দিতে পারেনি কোনো পক্ষ। ফলে ড্র'তেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

Image

বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দলেরই পয়েন্ট ২১ করে। এর মধ্যে সমান ১০টি করে ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ, সেভিলা ও রিয়াল সোসিয়েদাদ। আর রিয়াল বেটিস খেলেছে ১১টি ম্যাচ। এর মধ্যে শীর্ষে মাদ্রিদ, দুইয়ে সেভিলা, তিনে বেটিস ও চারে সোসিয়েদাদ।

ইত্তেফাক/টিএ