শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচেও মেয়েদের হার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১২:৪৬

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ দল। তাই গ্রুপপর্বের তলানিতে থেকেই বাড়ি ফিরতে হচ্ছে বাঘিনীদের। সোমবার সকালে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরেছে বাংলাদেশে দল।

সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকাকে ১০৯ রানের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৭৯ রানে থেমেছে তারা। যদিও এটিই গ্রুপপর্বের চার ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া নারীদের পক্ষে ম্যারিজান ক্যাপ সর্বোচ্চ ২৫ রান করেন। এছাড়া লাইজেল লি করেন ২১ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক সালমা খাতুন তিনটি এবং খাদিজাতুল কুবরা দুটি করে উইকেট নেন। রুমানা আহমেদের পর টি-টোয়েন্টিতে নারী ক্রিকেটে বাংলাদশের দ্বিতীয় বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সালমা।  

জয়ের জন্য ১১০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে থেমেছে মাত্র ৭৯ রানে। হাতে উইকেট থাকলেও ধীরগতির ব্যাটিংয়ের কারণে হাতের নাগালে থাকা লক্ষ্য থেকেও ৩০ রান পেছনে থামতে হয়েছে তাদের। রুমানা আহমেদের অপরাজিত ৩৪ রানই ছিল ইনিংসে সর্বোচ্চ। অন্য ব্যাটারদের মধ্যে ফারাজানা হক (১৯) ছাড়া কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি।

ইত্তেফাক/কেআই