শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেসিকে রুখতে চায় লিওঁ

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৯:৫২

শিরোপা প্রত্যাশী লিভারপুল আজ বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। খেলাটিকে ‘বড় লড়াই’ আখ্যা দিয়ে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক সতীর্থদের তৈরি থাকার আহবান জানান। প্রতিযোগিতার অন্য ম্যাচে বার্সেলোনা আতিথ্য দেবে ফরাসি প্রতিপক্ষ লিওঁকে। ফরাসি দলটির ফরোয়ার্ড নাবিল ফেকির জানান, এ ম্যাচে লিওনেল মেসিকে রোখাই হবে তার দলের লক্ষ্য।

নিষেধাজ্ঞার কারণে ঘরের মাঠে প্রথম লেগে মাঠে নামতে পারেননি ভ্যান ডাইক। ম্যাচটিও শেষ হয়েছিল গোলশূন্যভাবে। এ দিকে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় প্রতিপক্ষের মাঠে এ মৌসুমে সবকটি ম্যাচই হেরেছে কোচ ক্লপের শিষ্যরা। দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে এ অবস্থা থেকে উন্নতি কামনা করলেন ডাচ এ ডিফেন্ডার। তার ভাষায়, ‘এটা কঠিনই হতে যাচ্ছে এবং চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠে শেষ খেলাগুলোর চেয়ে ভালো করতে হবে আমাদের।’

প্রথম লেগ গোলশূন্য ড্র হবার কারণে এ ম্যাচে বড় লড়াই আঁচ করে সতীর্থদের তৈরি থাকতে বলেন ভ্যান ডাইক। লিভারপুল ডিফেন্ডার বলেন, ‘এটা উত্তেজনাকর এক লড়াই হতে যাচ্ছে। অ্যানফিল্ডে তারা ভালো খেলেছিল, রক্ষণ বেশ আঁটসাঁট রেখেছিল তারা এবং স্পষ্টত আমাদের বেশ সম্মান দেখিয়েছিল। আমার মনে হয়, তারা তাদের খেলার ধরন কিছুটা বদলে নিয়েছিল। তাই বড় লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে আমাদের; কেননা তারা সম্ভবত শুরু থেকেই আক্রমণে উঠে আসবে।’

তিনি আরও বলেন, ‘কখনো কখনো খেলা কিভাবে সামলাতে হয় তা জানতে হবে আপনাকে কারণ বিভিন্ন সময়ে এটা কঠিন হয়ে দাঁড়ায় এবং আমাদের শান্ত থাকতে হবে, যা আসছে তার জন্য তৈরি থাকতে হবে।’

এদিকে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ গোলশূন্যভাবে শেষ করা বার্সেলোনা আজ রাতে ঘরের মাঠে লিওঁর মুখোমুখি হতে যাচ্ছে। প্রথম লেগ গোলহীন ড্র হওয়ায় এ ম্যাচে মেসিদের সামনে সমীকরণটা বেশ সোজা। পরের রাউন্ড নিশ্চিত করতে হলে এ ম্যাচে যে কোনো ব্যবধানে জিততেই হবে তাদের।

সমীকরণটা আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও তেমন সহজও হতে যাচ্ছে না আর্নেস্তো ভালভার্দের দলের জন্য। গেল লিগ ম্যাচশেষেই এসেছিল ফরোয়ার্ড উসমান দেম্বেলের চোটের দুঃসংবাদ। সে চোট থেকে সেরে উঠে এ ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা কাটেনি।

এ দিকে নিষেধাজ্ঞার কারণে ঘরের মাঠে আগের ম্যাচটিতে ছিলেন না লিওঁ ফরোয়ার্ড নাবিল ফেকির। এক ম্যাচের সে নিষেধাজ্ঞা শেষে আজ রাতের ম্যাচে খেলবেন তিনি। প্রত্যাবর্তনের ম্যাচটির আগে মেসিকে বিশ্বসেরা আখ্যা দিয়ে তিনি জানান, প্রতিপক্ষ অধিনায়ককে রুখতে চায় তার দল।

ফেকির বলেন, ‘আমার মতে, মেসি বিশ্বসেরা খেলোয়াড়। শেষ দশ বছর ধরে সে শীর্ষেই আছে এবং তার দলের জন্য সে প্রতিবছরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে তার দলকে শিরোপা জয়ে সাহায্য করে এবং তাকে আটকাতে নিজেদের সেরাটা ঢেলে দিতে চাই আমরা।’

আজকের খেলা

বায়ার্ন মিউনিখ-লিভারপুল

বার্সেলোনা- অলিম্পিক লিওঁ

ইত্তেফাক/কেআই