শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সামর্থ্যের প্রমাণ দিলেন সৌম্য

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৪:২৩

বিশ্বকাপের দলে সৌম্য সরকারকে ডাকার পর থেকেই সমালোচকরা ছিলেন সরব। তাকে দলে নেয়ার যৌক্তিকতা নিয়েও অনেকে প্রশ্ন রাখেন। তবে সমালোচনার জবাব যেন এবার ব্যাটেই দিলেন সৌম্য সরকার। নিজের সামর্থ্যের প্রমাণ আবারও রাখলেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় রবিবার সাভারে বিকেএসপিতে তিনি দারুণ এক সেঞ্চুরি করেছেন। শিরোপা দৌড়ে এগিয়ে যেতে রূপগঞ্জের পথে বাঁধা হয়ে দাঁড়ালেন সৌম্য। জহিরুল ইসলাম অমির সঙ্গে ১৬৯ রানের পাহাড়সম ওপেনিং জুটি গড়েন তিনি। ৭৯ বল থেকে ১৫টি চার ও দুটি ছক্কার মারে ১০৬ রান করেন সৌম্য।

আরও পড়ুন : ব্রুনাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরেক ওপেনার অমি করেন ৭৫ রান। পরবর্তী ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ মিঠুন ৬৪ ও ওয়াসিম জাফর ৪৬ রান করেন। সেই সুবাদে আবাহনী ৫০ ওভারে সাত উইকেটে ৩৭৭ রান করে। রূপগঞ্জের মোহাম্মদ শহীদ ‍ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন।

৩৭৮ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে রূপগঞ্জ।

ইত্তেফাক/কেআই