শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ম্যানসিটিকে ক্লপের অভিনন্দন

আপডেট : ১৩ মে ২০১৯, ১৩:৫২

মাত্র এক পয়েন্টের জন্য প্রায় তিন দশক পর ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা হলো না লিভারপুলের। শিরোপা জিততে না পারলেও হতাশ নন লিভারপুল ম্যানেজার জার্গেন ক্লপ। অভিনন্দন জানিয়েছেন বিজয়ী দল ম্যানচেস্টার সিটিকে।  

তিনি বলেন, ‘ম্যানসিটিকে অভিনন্দন। তবে চেষ্টা করেছি ওদের কাজটা যতটা সম্ভব কঠিন করে দিতে। এর জন্য দলের ছেলেদের নিয়ে আমার গর্বের শেষ নেই।’

শেষ ম্যাচে দুরন্ত সাদিও মানের সৌজন্যে উলভসকে ২-০ হারায় লিভারপুল। তথাপি ম্যাচশেষে ফিরতে হয়েছে দুঃখ নিয়েই। মাত্র এক পয়েন্টের জন্য জেতা হলো না লিগ শিরোপা। ক্লপ অবশ্য পুরো মৌসুমের পারফরমেন্স নিয়ে খুশিই। তিনি বলেন, ‘লিগ একটুর জন্য জিততে পারিনি ঠিক আছে। কিন্তু মনে হয় না লিভারপুলকে আগে কখনও কেউ এত ভাল খেলতে দেখেছে। আমি নিশ্চিত যে আমার কথাটা একশো ভাগ ঠিক।’

আরও পড়ুন : মধ্য বাড্ডায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

লিগ থেকে প্রেরণা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কাজে লাগাতে চান ক্লপ। তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল যে কোনও ভাবে লিগটা ৯৭ পয়েন্টে শেষ করার। সেটা পেরেছি। অবশ্য ম্যান সিটি তো আরও বেশি পয়েন্ট পেল। এই পারফরম্যান্সে ছেলেরা উদ্বুদ্ধ হবেই। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সামনে। আশা করছি ইপিএল থেকে প্রেরণা নিয়ে ছেলেরা মাদ্রিদে ভাল কিছুই করে দেখাবে।’  

ইত্তেফাক/কেআই