বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে অভিনব প্রতিবাদ!

আপডেট : ২১ মে ২০১৯, ১১:০৫

বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন পাক পেসার জুনাইদ খান। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ শেষে পারফরম্যান্সের নিরিখে বিশ্বকাপ দলে বেশ রদবদল করেন পিসিবির নির্বাচকরা। সোমবার বিশ্বকাপের ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েন জুনাইদ। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে অভিনব প্রতিবাদ করলেন পাক পেসার।

প্রাথমিক দলে জায়গা হলেও চূড়ান্ত তালিকায় নিজের নাম না দেখতে পেয়ে হয়তো একটু মুষড়েই পড়েছেন জুনাইদ। এরপরই টুইটারে মুখে টেপ লাগিয়ে নিঃশব্দ প্রতিবাদ জানিয়েছেন ২৯ বছর বয়সী এই পেসার। সঙ্গে লিখছেন, ‘আমি কিছু বলতে চাই না। সত্যিটা খুব তেতো!’

আরও পড়ুন : তবুও নিশ্চুপ মোদি!

প্রসঙ্গত, ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফর্ম করেছিলেন বাঁ হাতি এই পেসার। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে জুনাইদ বাদ পড়ায় বেজায় চটেছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা।

ইত্তেফাক/কেআই