শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্যারিয়ারের ইতি টানলেন জাভি হার্নান্দেজ

আপডেট : ২১ মে ২০১৯, ১৪:০৬

পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জাভি হার্নান্দেজ। বার্সেলোনার সাবেক এই ফুটবল লিজেন্ড কাতারভিত্তিক ক্লাব আল-সাদের হয়ে সোমবারই শেষ ম্যাচ খেলেছেন। ২১ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনায়ই তিনি খেলেছেন ১৭ বছর। স্পেনের হয়ে তিনি বিশ্বকাপ ও ইউরো শিরোপাও জিতেছেন।   

বার্সায় দীর্ঘ ক্যারিয়ারে আটবার লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছেন। তার নেতৃত্বে তিনবার কোপা দেল রে ও চারবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছে কাতালানরা। ক্লাব পর্যায়ে কোনো মিডফিল্ডারের এমন সাফল্যের কথা সাধারণত শুনা যায় না।

আরও পড়ুন : কুড়িয়ে পাওয়া রাজকুমারীর মূল্য ২০ লাখ টাকা!

আন্তর্জাতিক ক্রিকেটে স্পেনের সেরা সময়ে দলে ছিলেন জাভি। ক্যারিয়ারে দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ ও একটি বিশ্বকাপ জয়ের মুকুটও রয়েছে। আধুনিক ফুটবলে তিনি গুছিয়ে খেলা সেরা ফুটবলারদের একজন। বর্ণাঢ্য এই ক্যারিয়ারের যখন ইতি টানছেন তখন জাভির বয়স ৩৯ বছর। দীর্ঘ ক্যারিয়ারে হাজারেরও বেশি ম্যাচ খেলে ১২৩টি গোল ও ৩২টি ট্রফি জিতেছেন তিনি।

ইত্তেফাক/কেআই