বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ মেসি, পরেই রোনালদো-নেইমার

আপডেট : ১২ জুন ২০১৯, ০১:৩৫

যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের করা সর্বোচ্চ আয়ের ১০০ ক্রীড়াবিদের তালিকায় সবার উপরে স্থান করে নিয়েছেন আর্জেন্টিনা ও বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। তারপরেই আছে আরো দুই ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার। এবারই প্রথম তিনজন ফুটবলার শীর্ষস্থান দখল করলেন। গতবারের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ মার্কিন বক্সার মেওয়েদার এবার শীর্ষ দশেও জায়গা পাননি। নারী ক্রীড়াবিদদের মধ্যে ১০০ জনের তালিকায় একমাত্র সেরেনা উইলিয়াম নিজের নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন।

মেসি দ্বিতীয় ফুটবলার হিসাবে এই তালিকায় প্রথমস্থান অধিকার করলেন। এর আগে রোনালদো একবার সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃত হন।

তালিকা অনুযায়ী গত ১২ মাসে লিওনেল মেসির আয় ১২৭ মিলিয়ন ডলার। দ্বিতীয়স্থানে থাকা জুভেন্টাস তারকা রোনালদোর আয় ১০৯ মিলিয়ন ডলার। ব্রাজিল ও পিএসজি তারকা নেইমারের আয় ১০৫ মিলিয়ন ডলার।

গত ১২ মাসে খেলোয়াড়দের পুরস্কার, বেতন ও সুনামকে বিবেচনায় নিয়ে এই তালিকা প্রস্তুত করে প্রভাবশালী এই ম্যাগাজিন।

ইত্তেফাক/এএম