শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তান দলকে নিষিদ্ধ করতে আদালতে রিট

আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:১৩

এবারের বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সে যাচ্ছেতাই অবস্থা। আফগানিস্তান বাদে সবচেয়ে খারাপ অবস্থায় আছে সরফরাজ বাহিনী। পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে তাদের অবস্থান নবম। সেই হিসেবে বলা চলে সেমিফাইনালের দৌঁড়ে তারা অনেক পিছিয়ে।

১৬ জুন ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর হতাশ পাকিস্তানিরা। সেই হার এখন রূপ নিয়েছে ক্ষুব্ধতায়। তারা এতটাই ক্ষুব্ধ যে, এক ভক্ত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে নিষিদ্ধ করতে আদালতে পর্যন্ত রিট করেছেন। তিনি তার রিটে নির্বাচক কমিটিকেও বরখাস্তের আবেদন জানিয়েছেন। পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা সিভিল কোর্টে ওই আবেদনটি দায়ের হয়েছে। তবে গণমাধ্যমে আবেদনকারীর নাম প্রকাশ করা হয়নি। 

পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়, রিটে পাকিস্তান দলের ওপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এ ছাড়া ইনজামাম-উল হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি বিলুপ্তির আবেদন করা হয়েছে। এরপর গুজরানওয়ালা আদালতের বিচারক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের তলব করেছেন।

এদিকে অধিনায়ক সরফরাজ আহমেদকে ডেকে পাঠিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি এহসান মানি।

২৩ জুন জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। 

ইত্তেফাক/জেডএইচ