শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকা ছাড়লেন স্টিভ রোডস

আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৬:৩৩

বিশ্বকাপের মাঝেই শোনা যাচ্ছিল বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস চাকরি হারাচ্ছেন। টাইগারদের সঙ্গে তার আর থাকা হচ্ছে না। শেষপর্যন্ত সেটাই সত্য হলো। তিনি বিদায় নিয়েছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। এরপর দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে ঢাকাও ছাড়ান।

যাওয়ার আগে শেষবারের মতো বিসিবিতে আসেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। বোর্ডের সঙ্গে কথা বলতেই তার আসা। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে কথা বলেই বেরিয়ে যান স্টিভ রোডস। অন্য সময় তিনি সাংবাদিকদের সঙ্গে প্রাণ খুলে কথা বললেও যাবার বেলায় তিনি সংবাদ মাধ্যম এড়িয়ে যান।

আরো পড়ুন: রাতে মুষলধারে বৃষ্টিতে তড়িঘড়ি স্কুলের ছাদ ঢালাই শেষ!

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, আমরা আগেও বলেছি যে সমঝোতার মাধ্যমেই এটা হয়েছে। কিছু শর্তাবলী থাকে। রোডস আমাদের বুধবার জানিয়েছেন যে, তিনি চলে যেতে চাচ্ছেন। আমরাও তা রাতেই সভাপতিকে জানিয়েছি। সব আনুষ্ঠানিকতা শেষে তিনি বিদায় নেন।

২০১৮ সালের জুন মাসে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ ক্রিকেটে দলের হেড কোচ হিসাবে যোগ দিয়েছিলেন স্টিভ রোডস। তবে এক বছরের মধ্যে তাকে বিদায় নিতে হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ