শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলঙ্কা সফর: দলে খুব পরিবর্তন হবে না

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ১১:০০

বিশ্বকাপ অভিযান শেষ করে খুব একটা বিশ্রামের সময় পেলেন না জাতীয় দলের ক্রিকেটাররা। আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু না হলেও এরই মধ্যে অনেক খেলোয়াড় অনুশীলন শুরু করে দিয়েছেন। কারণ, এই মাসেই তিন ওয়ানডের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল।

শ্রীলঙ্কা সফরে সাকিব আল হাসান ও লিটন দাস থাকতে পারছেন না। এই দুই জনের বদলি ক্রিকেটার নেওয়া হবে। এছাড়া দলে তেমন পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

যেহেতু বেশিরভাগ ক্রিকেটার এখন বিভিন্ন দলের সঙ্গে ব্যস্ত আছেন, তাই এবারের শ্রীলঙ্কা সফরের দলে নতুন মুখদের দেখতে পাওয়ার সম্ভাবনা কম বলে বলেন আকরাম, ‘কাল বা পরশুর মধ্যে আমরা স্কোয়াড দিয়ে দিব। সম্ভবত কালকেই স্কোয়াড দিব। আমরা পরিকল্পনা করেছি ১৪ জন পাঠাবো। হয়তো একজন বাড়তে পারে। অন্য ক্রিকেটাররা অন্য জায়গায় ব্যস্ত আছে। জানেন ভারতে ‘এ’ দল আছে। আফগানিস্তানের সঙ্গেও খেলছে কেউ কেউ।’

আকরাম নিশ্চিত করেছেন যে, এই দলে সাকিব ও লিটন থাকছেন না। এই দুই জন ছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনাও তিনি দেখতে পাচ্ছেন না, ‘আমার মনে হয় না বেশি ক্রিকেটার ডাকা দরকার আছে। ১৩-১৪ জন হবে। সবাই হয়তো একসঙ্গে যাবে। কেউ ভারত থেকে যেতে পারে। এটা ঠিক করছি আমরা দুই-তিন দিনের মধ্যে। সাকিব হজে যাচ্ছে। এছাড়া লিটনের বিয়ে অনেক আগেই ঠিক হয়েছে। এই দুইজন ছাড়া সবাই যাচ্ছে। ওদের আমরা মিস করব।’

আরো পড়ুন: এই পরাজয় মেনে নেয়া কঠিন: উইলিয়ামসন

আকরাম খান জানালেন, এর মধ্যে ইনজুরি থেকে সেরে উঠেছেন মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ। ফলে তারা দুই জনই শ্রীলঙ্কা সফরে যাবেন, ‘সাকিব আর লিটনের জায়গায় দুই জনকে তো আমাদের নিতেই হচ্ছে। এছাড়া মাহমুদুল্লাহ রিকভারি করে ফেলছে। মাশরাফিও রিকভারি করে ফেলছে। যারা ভালো করছে এবং ঐ পজিশনে যারা আছে, তাদের আমরা নেওয়ার চিন্তা-ভাবনা করছি।’

ইত্তেফাক/এমআর